এ কে এম আব্দুল্লাহ’র কবিতা

এ কে এম আব্দুল্লাহ’র কবিতা

ভালোবাসা একটি মরণাস্ত্র

ঝড় ওঠার ঠিক আগ মূহুর্তে
আমাদের শ্বাসগুলো ছিলো স্থির
আর একটি স্বপ্নকে আঁকড়ে আমাদের দৃষ্ঠি
তাকিয়ে ছিলো রঙিন ভোরটির দিকে—
এরপর জমা রেখে মন অস্থিত্বের কাছে
ভালোবাসা হাতে নিয়ে বেরিয়েছি তাবুর বাইরে।
শত্রুর নিশানা বুকে জড়িয়ে
গর্জে ওঠেছি বারবার। ভালবাসার বুকে
রেখে হাত—ঘুরিয়ে দিয়েছি জংলি ঝড়ের গতি।
আহা! গোলাপ পুড়া ধোঁয়ায়—
ভালোবাসা এক আজব নেশা—
যেখানে বুলেট আর শেকল এক উচ্চারণ মাত্র।