শামীম আহমদের কবিতা

শামীম আহমদের কবিতা

পাতার দীর্ঘশ্বাস

কামানের নাকছাবি খুলে
ভেসে যায় আগুনের নদী,
কক্ষচ্যুত উল্কার মতো
অগ্নিবৃষ্টি তলিয়ে দেয় পিঁপড়ার গ্রাম ।

এক ফোঁটা জলের আকুতি
রয়েই গেলো পৃথিবীর কাছে !

দীপান্বিতা ভস্ম হয় দগ্ধ পাতার দীর্ঘশ্বাসে
অনন্ত অতল থেকে জেগে ওঠে ভয়াল অন্ধকার !

হে বন্ধু আমার
তুমিওকি পুড়ে পুড়ে ছাঁই হয়ে ভেসে যাবে
তুমিও কি অগ্নিবৃষ্টিতে ক্ষয়ে ক্ষয়ে তল হবে ?
নিঃশ্বাসের দূরত্ব মেপে কী লাভ
এসো বাতাসের বুক চিরে গেয়ে যাই জীবনের গান ।