আশরাফ হাসানের কবিতা

আশরাফ হাসানের কবিতা

তোমার রৌদ্রকরোটি

বাঁশপাতা কিংবা ঝাউগাছের পত্রের ফাঁকে
একদিন খেলা করতো যে রোদেলা আকাশ
সবুজ প্রত্যয় আর সোনালি আলোর ছিলো অঢেল মাখামাখি
দিলখুলা সুরে গাইতো দোয়েল গান
প্রাণসজীবতা ছড়িয়ে দিতো ধূসর হ্নদয়ে
তার সব সাহসের রঙ
শব্দের স্বাধীন তরঙ্গজুড়ে আজ শুধু ধূম্রকেশী মেঘ।

তুমি দেখছ রোবটচোখে বিত্তের ভাস্কর্য
লকারের অন্ধকার ক্যাবিনেটে নির্জীব ভালোবাসা,
মানুষের ভাষাকে অনুবাদ করতে চাইছ
ভোগোন্মাদ চোখের ধাতব অক্ষরে
বৃক্ষের ছায়াকে মাড়াতে চাইছ লাভা জড়ানো পায়ে।

অথচ মুক্ত বাতাসের বুকে জেঁকে বসেছে পোড়া নিঃশ্বাস
মুহুর্মুহু বুলেটের মতো
যন্ত্রণার ক্ষত কেড়ে নিচ্ছে হরিণের আশ্রম
ক্যাকটাস ছড়িয়ে দিচ্ছে বৃক্ষরূপী বিষের বাগান ।

চাঁদভাঙ্গা রাতে এখন শূধু জোসনাবিলাপ
বুকের পান্ডুলিপিতে অবরুদ্ধ অশ্র
জলের কঙ্কাল সেঁটে আছে বন্ধ ঠোঁটের দেয়ালে
অস্ফুট অনুভূতির বাগানে পাহারা দেয় নিষ্ঠুর ট্রাক…
সুখানুভূতি কিংবা বেদনার ঢেউ ফিরে আসে
ইস্পাত-শ্রোতার রৌদ্রকরোটি দেখে

প্রস্ফুটিত না হওয়ার কষ্ট বুকে
আমার সবুজ প্রত্যয় আর সোনালি আলোর মিছিল
হারিয়ে যায় তোমার শাণিত রাতের নিকষ কালোয়।

শব্দশপথ

কবিতার আকাশজুড়ে হোক বেদনার ভাঙচুর…
নীলসিয়া নগরে চলুক গুচ্ছ-গুচ্ছ পুষ্পের অভিযান
কবিতার উঠোনে নামুক বৃষ্টিবালিকা
ঝমাঝম-শব্দিত -মন্ত্রিত-মলয়
দগ্ধ ঘাসের কোলে শুয়ে থাকুক সারারাত জোসনা।

সূর্যের ওভেনে জ্বলুক দামাল-দুপুর
পদ্মার বুকে জাগুক ঢেউ যৌবনা…

কবিতার ইজেলে হোক ভালোবাসা বোনা

কষ্টের খেলাঘরে চলুক কবিতার তোলপাড়

চোখের পাতায় যদি ঘুম না আসে
শব্দসুরভীজল ধুয়েমুছে দিক নিদ্রার শরীর,
দিগন্ত ছুঁয়ে যদি ওড়ে না শুভ্র বকের সারি
হীরক-কমলে হোক স্নিগ্ধ মোমের গলন…

কবিতার উপমায় ঝলসিত হোক সাপের খোয়াড়
পাহাড়ি মেঘের মতো হরিণীরা নেমে যাক কুঞ্জবনে।

কবিতার রোদ মেখে জলের আঁধারে জ্বলুক প্রাণদ প্রণয়
বাতাসে বাতাসে ওড়ুক শব্দশপথে
কবিতার জয়।

উত্তরাধুনিক অসুখ- ৪

মগজে ক্যা-ম-ন ঝিনঝিন করে…
মনে অয় হেগোরে পুরাডা খুইল্যা দেই
যেগো চব্বিশ ঘন্টার মধ্যি আটাইশ ঘন্টাই মগজরে কিলায়
বাজপাখির লাহান ঠোঁট দিয়া বেরহম আউলায়
রাজমিস্ত্রীর লাহান লোয়ার খুন্তি দিয়া খালি খুড়ে আর খুড়ে…

আকাশডা ক্যা-ম-ন ধুমায় ছাইয়া যায়
মনে অয় বেবাক বাতাস আইয়া কপালডারে
উড়াইয়া নিয়া যায়
মনে অয় আগাছার লাহান গাছডার বুকডারে
মুচড়াই মুচড়াই ভাঙ্গে
হেগো করাতকল বসাইয়া আমড়া গাছের জড়ডা
কাইট্টা কাইট্টা দেয়

চোখডার সামন ক্যা-ম-ন ঝাপসা ঝাপসা লাগে…
মনে অয় হেগোর বারুদর ঝাঁজ
তামাম দুইন্যাডারে আইন্ধার বানাইয়া দেয়,
মনে অয় মগজডার উপরে
বেবাক শব্দ কইরা বাহাদুরি দেহাইয়া
মউতর সীমানা দিয়া যুদ্ধবিমান উইড়া উইড়া যায়…

মনে অয় হেগোরে পুরাডা খুইল্যা দেই…