অণুগল্প: শেষ বেলায়

অণুগল্প: শেষ বেলায়

শেষ বেলায়
পীযূষ কান্তি সরকার

হেডমাস্টার বিজেতা বোসের ঘরের সামনে দাঁড়াল প্রাঞ্জল। আর মাত্র দশটা মাস । এরপরেই তার শিক্ষক জীবনে পড়বে পূর্ণচ্ছেদ। চক-ডাস্টার হাতে শুরু হওয়া এই ক্লাস নেওয়ার দিনগুলি খ’সে যাবে তার জীবন থেকে।
অঙ্কের শিক্ষক হলেও প্রতি সপ্তাহে তার কুড়িটা অঙ্কের আর দশটা বিজ্ঞানের ক্লাস ছাড়াও মাসে দু-একটা শনিবার অফ পিরিয়ডে ক্লাস চাপানো হয়। বিজেতা বোস চান না প্রাঞ্জল গল্প-কবিতা লেখার কোনো অবসর পেয়ে কাজে লাগাক।
— আমায় ডেকেছিলেন ?
ফাইল থেকে মুখ তুলে বিজেতা বোস বললেন, ” হ্যাঁ। শিক্ষাদপ্তরের কোনো কর্মীর ভুলে একটা গণ্ডগোল হয়ে গেছে। এইমাত্র অ্যাকাউণ্টট্যাণ্ট জানালো আপনার অ্যাকাউণ্ট থেকে দু’হাজার টাকা ইনকাম ট্যাকস বাবদ কাটা হলেও সেইটাকা আপনার সহশিক্ষক প্রোজ্জ্বলের নামে পাঠিয়ে দিয়েছে অথচ এখনও পর্যন্ত প্রোজ্জ্বল ইনকাম ট্যাক্সের আওতায় আসেই নি।
— সে কি! তাহলে আমার টাকাটা গেলো !
— এই মুহুর্তে তো অ্যাডজাস্ট করাই যাচ্ছে না। তবে শিক্ষাদপ্তরকে কড়াভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আর যেন এমনটা না হয় !