সৌমিত্র চ্যাটার্জীর কবিতা

সৌমিত্র চ্যাটার্জীর কবিতা

যে কথা হয়নি বলা

না বলা সেকথা অমরা জোনাকের উপচার
সাগরের জলে উৎসর্গিত স্থির যজ্ঞের কুশ
না বলা সে কথা
গত জন্মের অনুক্ত উপমা
গোলাপি প্রবালে শুশুকের দিলাসা
অভিসারে রত নগ্ন পাথর

অভিকেন্দ্রিক তরঙ্গমুখে সংশয়
আশাহত,তবু ভেসে থাকে পিনাস
নৈঋত কোনে ঘূর্ণি,
উদ্ধত বিজলি ঈশানে

কী ভাবে মুখর হবে উৎসব-প্রাঙ্গন
জানা হয়নি সেকথা
অন্ধকারের বিন্দুগুলি প্রমত্ত হিমস্রোতে
আর্দ্র নয়নে প্রবোধের টান
মুছে দিয়ে গেছে ভরা কটাল

প্রত্যুষ যদি ফেরে, সংহত হয়
মনে হয় এ জীবনের ভার অজ্ঞাত

মেনে নিয়েছে পাতাল…

আগ্রহ

তরুর প্রতিভা,
মধুর প্রবাসে মহিম
অনুপ উৎসে কাজল দুধসাদা
চক্রব্যূহের সঞ্চারপথে থমকে দাঁড়িয়ে জীবাত্মা,
জীবদশা

সমকাল,
তুমি নেমেছো আগ্রাসনে
এসেছো সমুখ সমরে
আর্যতীর্থে জমেছে উচ্চারণ
প্রস্তরীভূত মেঘ, নির্মেদ কোলাহল

উন্নততর অববাহিকায়
অনিমেষ আগ্রহ…

সুশান্ত আগ্নেয়গিরি

বাষ্পমোচিত পঙ্কিল পাশে শীর্ণ প্রশাখা,
আকিঞ্চনে ভ্রষ্ট
পদ্ম,সর্প, ষড়ঋতু সঙ্গমে

হৈমন্তিক শস্যক্ষেত্রে প্রখর অনভিলাষ
কান্ত কোমল ছায়াবীথিময়,
স্হিমিত বিষম জাড্যের নিচে
তোমার অনতিধারা

হে অবগুন্ঠিত শৌক্তেয় লালমণি,
ঈর্ষা বিরহ রিরংসা দিয়ে ঢাকা
পদ্মপাতায় অপ্রযুক্ত সনদ,
ক্ষণভঙ্গুর আবিষ্ট প্রহরে
পথই তোমার কড়ি

হে অন্তিম স্রোতে ভেসে আসা উচ্ছাস,
শরণাগত কায়া
তোমার সুডৌল চোখের পাতায়
সুশান্ত আগ্নেয়গিরি…