অণুগল্প: নূপুর

নূপুর
সোমনাথ বেনিয়া
নাচের প্রতি ভালোবাসা থেকে নাচের ক্লাসে ভর্তি হয়েছিলো। পেশা হিসাবে না নিলেও বিভিন্ন জায়গায় পারফর্ম করতো। এভাবেই অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন আলমারি থেকে নূপুর দুটো নিয়ে দেখে আর চোখের জল ফেলে কারণ সেরিব্রাল হওয়ার পর পা-দুটো প্যারালাইজড হয়ে গেছে। হুইলচেয়ার এখন তার নিত্যসঙ্গী। এই অসাড় পায়ে নূপুরের কথা কল্পনা করলে তার বুক হু-হু করে ওঠে। খুব কষ্ট হয়। তাই সে চায় নূপুর দুটো বিক্রি করে দিতে। যতদিন এই স্মৃতি থাকবে, ততদিন