তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

অসুখ

মনে পড়ে
অন্ধকারে দেখা এক মুখ,
জানালার পাশে রাখা
আকাশে ফেরানো।

আজ দেখি অন্ধকার
আকাশের গভীর অসুখে
জানালার কাছে এসে
মুখ খোঁজে তার।

জানো, নার্স,
চিকিৎসা কি জানো?

অনাথ

তারার কিংখাব-পরা
আকাশের নীচে
দাঁড়িয়ে অনাথ
বালকের মতো এ জীবন,
বংশ-গরিমার এই রাত
কোনো শান্তি দেয়?
দেয় কিছু তাকে?
অমৃতের সন্তানের
চোখের পিরিচে?

তবু সেই ভ‍্যাবাচ্যাকা
অনাথ বালক—
দেহে শুধু তাপ্পি-দেওয়া লজ্জা-নিবারণ—-
কিছুতে বোঝে না কেন তারা-ভরা রাতের পোষাকে
দূরবর্তী দেবতাকে
মনে হয় একান্ত আপন!