দিপংকর ইমনের কবিতা

দিপংকর ইমনের কবিতা

পৃথিবী এখন

পৃথিবী টা কেমন আঁটসাঁট হয়ে যাচ্ছে!
তোমার আঙুলের ভাঁজেও যে জ্যোৎস্না খুঁজেছি,
উম্মাদ ছিলাম তোমার রূপালী চুলের দেশে
তুমি জানতে না তার এতটুকুও।
পঞ্চমীর রাতে যখন,
জোৎস্নার অকাল বোধন হয়,
তার খানিকটা গায়ে মেখে
নিজেকে ভেবেছি পুরুষোত্তম,
অবলীলায়।
আজ,
উর্দ্ধগামী মৃত্যু মিছিলে দাড়িয়ে
পৃথিবীটা কেমন যেন,
আমারই মতো আঁটসাঁট হয়ে যাচ্ছে।

প্রিয়তমার একদিন

প্রিয়তমা,
তোমার চরম অবহেলার মাঝে
চল একদিন কফি খাওয়া যাক।
তারপর সিগারেটের ধোঁয়া উড়বে আকাশে,
তোমার চোখে থাকবে বিরক্তের ছাপ
বলবো তখন
কবিদের সিগারেট না খেলে ঠিক জমে না।
তুমি ভাবতে থাকবে আমার সহজ কথার ভাবার্থ
রাত ঘন হবে
তোমার চোখে থাকবে চোখ
তবে ঠোঁটে ঠোঁট নয়
আমি বলবো ভালোবাসি
তুমি বলবে, এভাবেই বেশ আছি।
বন্ধুত্ব, আদানপ্রদান
কবিদের পরকীয়া শুধু কবিতার সাথে থাকে
তারপর
তোমার তথাকথিত হেরে যাওয়ার গল্প শুনবো সারারাত।

চড়ুইভাতির উপাখ্যান

আমরা বরং চড়ুইভাতির দেশেই ফিরে যাই
অন্ধ শকুনটা রোজ রাতে কামসূত্রের যন্ত্র বুঁনে
বুঁনো প্রেমিকারা সাজিয়ে নিয়েছে গৃহস্থালির সূচিপত্র।
তবুও, জোনাকির গায়ে কৃষক স্বপ্ন ফলায় নিরন্তর।
পৃথিবীর জন্মান্তর শেষে পেয়েছি প্রেমিকার উড়ো চিঠি
গা ভর্তি চড়ুইভাতির সরঞ্জাম আমার,
ক্ষুধা মরে গেছে ভালসবাসার তুমুল চিৎকারে।