গোলাম কিবরিয়া পিনু’র কবিতা

ভূগোল
যুগল যদি ভূগোল খুঁজে না পায়
জলে-স্থলে!
তাহলে তারা কোথায় রাখবে পা?
বিচরণের জায়গাটুকু
তাদের দেবো না?
উমেদারিতে লাঠি তুলবো
দরোজা খুলবো না!
যুগল তবে মিলবে কোথায়?
তপ্ত হবে আগুন তাওয়ায়!
ফুটবে খই!
আমরা দায়ী নই?
উপচে পড়ে নষ্ট হবে?
তাওয়ার আশেপাশে!
কী সর্বনাশে!
গোলার্ধভেদী মৃত্যু
‘শোক ও সমবেদনা’ কথাটা এখন
কপি করে রেখে দিই!
এখন তা শুধু পেস্ট করি!
নিদানকালে এতটা মৃত্যু-
এত দ্রুত কপি হচ্ছে।
আমি আর কিছুই লিখতে পারছি না!
সমব্যথী হওয়ার ধৈর্য্য-
হারিয়ে ফেলছি!
শোকার্ত হওয়ার ধৈর্য্য-
হারিয়ে ফেলছি!
ব্যাকুল হওয়ার ধৈর্য্য-
হারিয়ে ফেলছি!
বিচলিত হওয়ার ধৈর্য্য-
হারিয়ে ফেলছি!
পরিবেদনার মধ্যে কাতরতা হারিয়ে যাচ্ছে
বিলাপধ্বনির মধ্যে শোকতাপ হারিয়ে যাচ্ছে
আর্তনাদের মধ্যে অশ্রুজল হারিয়ে যাচ্ছে
কী মর্মভেদী- গোলার্দভেদী মৃত্যু!
মৃত্যুর কাছে মৃত্যু দাঁড়িয়ে থাকতে পারছে না!
টাইমটেবিলে মৃত্যু এখন
টাইমটেবিলে
হুমড়ি খাচ্ছে মৃত্যু এখন!
সূর্যঘড়িতে-কালপঞ্জিতে
কী নিদানকাল!
ইহলীলা-দেহপাত-পটোলতোলা
মরণদশা ও মরণকান্না,
কী মৃতকল্প!
ভূত ও পেত্নী, দত্যি-দানো, পিশাচ-পিশাচী
নাচছে এখন!
মদ চোয়ানোর কারখানার দখল নিয়ে
ভরিয়ে তুলছে মুত্যু এখন
বোতলে বোতলে!
শুধু বোতলেই নয়-লেপ বালিশের খোল থেকে
নৌকার খোলও ভরিয়ে তুলছে!
ভূতে-পাওয়া ভয় গা ছমছম-
মৃত্যুও আজ করছে এতটা অপমান হায়
জানা তা ছিল না!
দুর্গতি-দুর্দশা নিয়ে মৃত্যু এখন
-ছড়িয়ে পড়েছে!
মৃত্যু এতটা পরিস্ফুট ও অবারিত
সর্বনাশকারী ও লাঞ্ছনাদায়ক!
কী চক্র পেঁচিয়ে ধরছে কালচক্র!