ব্রতী মুখোপাধ্যায়ের কবিতা

এক অপরূপ দগদগে ঘা
১
দিন শেষ হয়ে যাবে, রাত্রিও
রাত্রিও শেষ হয়ে যাবে
হায়!
না পাখি, না ভৈরবী
২
তুলনীয় নও
অশ্রুঝরনকথা
পড়ে নেয় নিরেট পাথরও
জনশ্রুতি উড়িয়ে দেয়া যায় না
৩
বাসনা, শূন্যের, ক্লান্তিরেখা নেই,
অনির্বাণ খিদে
তেমনটি নই, মনোরমা, হতেও পারব না
৪
যায় নি, লুকোনো, শূন্যও হাতের মুঠোয়
কবে রাখতে দিলে, ঘরদুয়ার, যা শুধু নিজের?
আকাশকে জিজ্ঞেস করো
৫
লেগে থাক চুম্বনের রেণু, ঠোঁটে ঠোঁটে,
অনির্বচনীয়
থাক জেগে গনগনে আঁচ, কস্তুরীর,
ভুবনডাঙায়
৬
বন্ধ হয়ে যায়, সবকটি বোতাম, বুকের,
সামনে এলেই
দেখাব না, কিছুতেই, অবিমৃষ্যকারী দিন,
অপরূপ দগদগে ঘা
স্পর্শমণিমুহূর্তের পথ চেয়ে চেয়ে
১
ছুঁড়ে দাও ফোটনের রেণু,�অনন্ত সবুজের কেউ মুখ গুঁজে কোথাও
অপেক্ষার ব্রত
২
ব্রতের নিয়ম নেই, কালরাত যদিও,
করতলে মুখ, জানলার বাইরে পুরনো বৃষ্টিরা
অন্ধকারও স্নানপাগল, দিব্য
৩
স্নান সারে এখনও সতের,
তুমি আছো
শিশ্নম্যাজিক নিয়ে কথা নেই
নীলসুন্দর শিখা, আগুনের, স্বপ্নসমান
৪
সমান আর সম্মান তুলাদণ্ডে রাখি�বারবার, সামনেই, �ভালোবাসি মনে এলেই দুলে ওঠে ঢেউঢেউ ভয়
৫
ভয় নেই, সত্যিই, এখনও
খিদেকাতর, বিষণ্ণও, �স্পর্শমণি মুহূর্তের পথ চেয়ে চেয়ে
৬
চেয়ে চেয়ে ভালোবাসা, অন্য কিছু না
ফোটনের রেণুগুলি জানে�অঙ্গে অঙ্গে কী রঙ্গেই, হায়,�অপেক্ষার ব্রত, হ্যাঁ বলো না বলো, তুমিও
হয়রান হয়ে যাই আমি
১
দাঁড়িও না, জানালায়, একা
বকুলের রাত্রি, কামনাকাতর,
পথে বেড়িয়েছে
২
বৃষ্টি, জোছনা ভিজিয়ে
আমায় স্পর্শ করে,
চুল শুকিয়ে নেয়
৩
ঘুমোও নি?
আমিও।
হায়!হায়! পৃথিবীও, সূর্যপ্রদক্ষিণব্রতী, সঙ্গে রয়েছে
হয়রান হয়ে যাই আমি
৪
এই তীর্থে ফিরে ফিরে আসি
ওষ্ঠ-অধর, পুরনো মদের মতো,
নীল আলো সুড়ঙ্গে নাচছে
অবগাহন শেষ হতে চায় না,
পাপ ধুয়ে যায়
৫
কষ্ট পাও, আমি যেমন পাই
না দেখতে পেয়ে?
পাওয়ার নেই তবে কিছু আর,
চাওয়ার কিছু আর নেই