এ কে এম আব্দুল্লাহর কবিতা

আমাদের পূর্বপুরুষ ও আমরা
▪️এ কে এম আব্দুল্লাহ
স্যাটালাইট ভেঙে নেমে আসা পূর্বপুরুষের হাড্ডি— কারা যেন সবজির মতো কেটে কেটে ঢেলে দিচ্ছে নকশী আঁকা বাটিতে—আর আমরা, শতাব্দীর নতুন চামচ দিয়ে প্রতিদিন তোলে নিচ্ছি— আমাদের ব্যাকুল জিহবায়…
এরপর, চোখ বোজে হাড্ডি আর সবজির স্বাদ নিতে নিতে গলায় ঢেলে সময়ের লাকিব্র্যান্ড মদ, মাদুর পেতে শুয়ে পড়ি। আর সুখি মানুষের কসরত করতে থাকি ভাতঘুমের বাহানায়।
অথচ আমাদের চোখ দুটো ডাইনিং টেবিলে দাবা খেলছে।আমরা দিনের অন্ধকারে বসে আছি।শুয়ে আছি। হাসছি, ব্যাকবাইটিং করছি। পরকীয়াও।
অথচ আমাদের ঘিরে আছে এক প্রকাণ্ড ভবিষ্যতের কনফিউজড ছায়া।