সম্পাদকীয়

মহামারী করোনার ক্রান্তিকাল পেরিয়ে এসেছি আমরা। ২০২০ এবং ২০২১ সালের করোনাকালীন মহাসঙ্কটকে আমরা পেছনে ফেলে ২০২২ সালের মাঝামাঝিতে অবস্থান করছি। আশা করছি ফেলে আসা ক্রান্তিলগ্ন আর ফেরত আসবে না। দোয়া করি আগামীর প্রত্যেকটা মুহূর্ত আমাদের সকলের জীবনে নিয়ে আসুক সুখ আর শান্তির বার্তা।
সুপ্রিয় লেখক, পাঠক— আবারও শুধু এপার আর ওপার বাংলা নয়— পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষীর লেখা নিয়ে প্রকাশিত হল, ড্যাশ— ০৯( বাংলা ও ইংলিশ)। বাংলাভাষী ছাড়াও অন্য ভাষার কবিরা লিখেছেন ইংলিশ সংস্করণে। ড্যাশ-০৯ এ প্রকাশিত লেখা ক্লিক করে পড়ার আমন্ত্রণ রইল। লেখক পাঠক সবাইকে অনেক শুভেচ্ছা।
এ কে এম আব্দুল্লাহ
সম্পাদক, ড্যাশ—
মে ২০২২