শামীম আজাদের কবিতা

শামীম আজাদের কবিতা

সূচক

সূর্য থাকলে তার ছায়া দেখে
এক মানুষের সাথে
অন্য মানুষের
ব্যবধান মাপা যায়
কিন্তু এখন যে ঘোর অন্ধকার
এখন গুজবীয় শ্রুতিই হয়ে উঠেছে
একমাত্র গজব পরিমাপক।

এত এত নব্য বিরচিত শব্দরাজি
এত দুঃখ ও এন্তার দুর্বলতা
এখান থেকে তোমার ধ্বনি কিংবা প্রতিধ্বনি
কিছুই আলাদা করতে পারছি না।

তোমার কাছ থেকে
এত দূরে ছিটকে পড়েছি যে
প্রবল এ অন্ধকারের অন্ত্র থেকে
এখন আর হাতড়ে হাতড়েও
কাছে যেতে পারছি না।

যে সব শব্দ দূষণে দূষণে
শ্রুতির আকাশ ঘোলা করে ফেলেছে
তার অধিকাংশই অচেনা মরুভূমের
বিদেশী অথবা শংকর
তারমধ্যে কোথায় গেলে তুমি,
কী করে কখন চলে গেলে!

কিন্তু পাপিষ্ঠদের কাছ থেকে
তোমাকে পৃথক করতেই হবে
না হলে যে আমাকেও আর
সনাক্ত করা যাবে না।
Write to Akm Abdullah