গোলাম কিবরিয়া পিনু’র কবিতা

শৃঙ্খলিত নিরাপত্তা
পালিয়ে যাওয়ার পথ নেই, এই নগরেই তোমাকে
বসবাস করতে হবে, এইখানে তোমার শ্রম বিক্রির
নিয়তি, এইখানে তোমার বাজার, বাজারমুখী মূল্য
নিয়ে টিকে আছো, তারই নাম মজুরি! দেখেশুনে
রাখছে যতটুকু তোমাকে এই রাষ্ট্র ও সমাজ, ততটুকু
তুমি। নিজেকে মর্টগেজ দিয়ে রেখেছো, ঋণ শোধ
না হওয়া পর্যন্ত–তুমি দূষণতাড়িত পরিবেশ ও
আবহাওয়ায় নিঃশ্বাস নিতে বাধ্য–অবাধ্য হলেই
শৃঙ্খলিত নিরাপত্তাটুকুও খসে যাবে, ধসে যাবে!
বরফকাল
সাম্রাজ্য ও শাসনে–কত রক্তের দাগ। ভূখণ্ড
দখল ও আত্মস্থ করার জন্য কত হীন-কৌশল,
কত অভিনয়, কত পোশাক বদল, কত বেদনামিশ্রিত
বিকার–শিকার শিকার খেলা! তাল ও খেজুরের
রস গেঁজিয়ে মাদক তৈরি ও গ্রহণ, উন্নাসিক হয়ে
ওঠে শাসকেরা, বার বার মানবিকতা নিয়ে যায়
হিমাঙ্কের নিচে, বাবুই পাখিও তখন খেজুর
গাছে বাসা বাঁধতে পারে না, বরফের নিচে আটকা
পড়ে পিঁপড়েরাও! এমন পরিবেশে–বসন্ত তো
দূরের কথা, বর্ষাকালও আসে না, সব ঋতু চাপা
পড়ে, আসে শুধু বরফকাল!