সুবীর সরকারের কবিতা

জীবন
আমাদের জীবনে একটা দীর্ঘ ভূমিকা খুব জরুরি
যেমন হত্যাকাণ্ডের আগে কয়েক গ্লাস জল
কিনে নিচ্ছি জল জঙ্গল জনপদ।
মানচিত্রের গায়ে হেলান দেয় ম্লান আলো
আমরা ফুরিয়ে যাই।
আর চারপাশে কথা ওড়ে।
সাঁকো
আয়তক্ষেত্রের ভেতর নদী ঢুকে পড়ছে
মাছের কাঁটা নিয়ে বসে আছে বেড়াল
চর তোর্সায় হাওয়া উঠলে আলগোছে লিখে
রাখি সাঁকো ও শালবন।
গান
বাদ্য লিখি।বাজনা লিখি।ম্যাজিকের মধ্য থেকে
উঠে আসছে শিস।নির্জন প্রান্তরে একা একা জ্বলে
ওঠে উনুন।
ভরা হাটে গান বাজলে
ফিরে আসতে থাকে অদ্ভুত পোশাক পরা
পুতুল বিক্রেতারা
সূত্র
এই যে জীবন যা যুক্ত হয়ে যাচ্ছে হাতকুঠারের সঙ্গে
এই যে জীবন যা আসলে বহন করে লাইটার
চাপা হাসিকে সূত্র ধরে একটা ফুলবাগান খুঁজে নিতে
থাকি
দুপুর
নদী দেখে ভয় পাই।এদিকে অন্ধ কুকুর স্নান সারছে।
আলো কমে আসলে জঙ্গল ক্রমে ভয়ার্ত হয়ে
ওঠে
মার্বেল খেলার মাঠে বসে থাকা ভরা
দুপুর।
গানের মত এক জীবনে আছড়ে পড়ে গাঙের
ঢেউ।
তারপর রাস্তা হারিয়ে ফেলে বাঁশি শুনি