হুইটম্যানের কবিতায় প্রেম : শরীর ও মনের ঐক্য

হুইটম্যানের কবিতায় প্রেম : শরীর ও মনের ঐক্য
আবু আফজাল সালেহ
ওয়াল্ট হুইটম্যান (Walt Whitman, মে ৩১, ১৮১৯—মার্চ ২৬, ১৮৯২) আমেরিকান কবি ও মানবতাবাদী লেখক। হুইটম্যানকে ‘সেক্সুয়াল লাভ’র বক্তা বলা হয়। এ সম্পর্কে তাঁর কোনো বাধা নেই। প্রেম অপরিহার্য একটি বিষয়। প্রেমকে অস্বীকার করা মানে ঈশ্বরকে অস্বীকার করা বলে মতামত দিয়েছেন তিনি। বাস্তব জীবনাভিজ্ঞতায় পুরাতন ও চলমান কবিতা-স্টাইল বদলে নিজের ইচ্ছমতো নতুনধারা নির্মাণ করেছেন। যেখানে বাস্তবতা ও মানবতা মূখ্যবিষয়। তিনি বিশ্বাস করতেন বই থেকে নয়, অভিজ্ঞতা থেকেই কবিতার ভাষা নির্মাণ করা উচিত। তিনি জীবন থেকে শব্দ নিয়ে কবিতা রচনা করেছেন। ‘Love-thoughts, love-juice, love-odor…./Arms and hands of love, lips of love, phallic/thumb of love, breasts of love….(Spontaneous Me)’ – এ কবিতাংশের মাধ্যমেই তিনি প্রেমের স্বরুপ নির্ধারণ করেছেন।
If anything is sacred, the human body is sacred(I Sing the body Electric) এ নারী ও পুরুষের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ উপভোগের কথা বলেছেন। Sexual love দুটি হৃদয়কে সংযুক্ত করে দেয়। শরীর ও মন সমান গুরুত্বপূর্ণ। এই দুইটা মিলিয়েই একটা সম্পূর্ণ মানুষ। হুইটম্যান মনে করেন, এই দুইটা প্রেমের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ।
মিথ ব্যবহারেও সিদ্ধহস্ত ছিলেন হুইটম্যান।
Song of Myself, Passage to India, Crossing Bookyards Ferry, Out of the Cradle Endlessly Rocking প্রভৃতি কবিতায় মিথে ভরা। Leaves of Grass-এর অনেক কবিতা মিথের প্রচুর ও চমৎকার ব্যবহার।
‘Sex cintaints all, bodied, souls,/Meanings, proofs, purities, delicacies,/pride, the material mystery, the seminalmilk/All hopes, benefactions, bestowala…(Whitman, A Woman Waits for Me)’। কবিতায় অশ্লীলতা বলে কিছুই নেই বলে মনে করতেন হুইট্ম্যান। সার্জনের অস্ত্রপাচারের সময় কী শরীর কিন নগ্ন থাকে না? এটা কে কী অশ্লীলতা বলা যাবে? কাপড় বাদে তো আমরা সবাই নগ্ন—এরকম অনেক ভাবনা ছিল তাঁর। শরীর ও মনে—উভয় নিলেই প্রেম, ভালোবাসা বলে মনে করতেন তিনি। এমন মনোভাব তাঁর অনেক কবিতায়ও প্রকাশ পেয়েছে। প্রত্যেক জীব ঐশ্বরিক আত্মা নিয়েই সৃষ্টি হয়। ‘প্রেম ও সেক্স’ প্রকৃতির একটি সাধারণ ও অবধারিত বিষয়। কবিতার শব্দে ও চিত্রকল্পে এসবের প্রয়োগ আমরা দেখতে পাই। কবিতায় হুইট্ম্যান এক্ষেত্রেও প্রচলিত ধারণা থেকে বের হয়ে নিজের মতবাদের প্রয়োগ করেছেন। এমন কবিতা অনেক পাওয়া যাবে। Leaves মুখবদ্ধে হুইট্ম্যান লেখেন, “The body, he teaches, is beautiful. Sex is also beautiful. . . Sex will not be put aside; it is a great ordination of the universe. He works the muscle of the male and the teeming fibre of the female throughout his writings, as wholesome realities, impure only by deliberate intention and effort”. প্রেমের ক্ষেত্রে কোনও বাধা দেখেননি কবি হুইট্ম্যান। প্রেমের ব্যাপারে খোলাখুলি মত দিয়েছেন, কবিতায় লিখেছে। তিনি লেখেন, ‘Through me forbidden voices,/Voices of sex and lust, voices veil’d an I remove the veil(Leaves of Grass)’। এছাড়া তিনি “Leaves of Grass” কাব্যের Song of Myself, The Sleepers, I Sing the Body Electric ইত্যাদি কবিতায় প্রেমের ব্যাপারে খোলাখুলি মতামত ব্যক্ত করেছেন। ‘Song of Sex’ কবিতায় লেখেন, ‘Though me forbidden voices,/Voices of sex and lust, voices veil’d and I remove the veil’ প্রকৃতিকে উপজীব্য করেও প্রেম টেনে এনেছেন কখনও কখনও। প্রাকৃতিক সৌন্দর্যে প্রেম রূপান্তরিত হয়েছে নান্দনিকভাবে। এমন একটি কবিতাংশ– ‘Sprouts take and accumulate, stand by the/curb prolific and vital,/Landscapes projected masculine, full-sized and golden’
If anything is sacred, the human body is sacred(I Sing the body Electric)- এ নারী ও পুরুষের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ উপভোগের কথা বলেছেন। শরীর ও মন সমান গুরুত্বপূর্ণ। এই দুইটা মিলিয়েই একটা সম্পূর্ণ মানুষ। হুইটম্যান মনে করেন, এই দুইটা প্রেমের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। শরীর ও মন যৌথভাবেই প্রেম। দুইটাই দরকারি উপাদান বলে মনে করেন তিনি। এ ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছেন কবিতায়। তাঁর মতে, sex contains all, bodies, souls. তাঁর কবিতায় এমন মতবাদই ফুটে উঠেছে।