সম্পাদকীয়

আমরা ২০২১ কে বিদায় জানিয়েছি। ২০২২ কে বরণ করে নিচ্ছি। আশা করছি এবছর আমাদের জীবনে সুখ-শান্তি নিয়ে আসবে।
নতুন বছরে পৃথিবীর এই কঠিন সময়ে, আমাদের অবশ্যই সাহস এবং ধৈর্য রাখতে হবে। পৃথিবীর এই কঠিন সময়ে আসুন আরও সুন্দর ও একটি ভাল আগামির জন্য আমরা সকলে প্রার্থনা করি।
আমাদের স্বপ্নগুলো ডানা মেলে ছড়িয়ে যাক। শান্তির ছায়া দিক। আর নতুন বছরে স্বপ্নগুলো সত্য হোক। সত্য হোক।
আমাদের সকলের জীবন শান্তি, সুখ এবং সাফল্যের প্রাচুর্যপূর্ণ হোক এই কামনা রইলো।
সুপ্রিয় লেখক, পাঠক— আবারও শুধু এপার আর ওপার বাংলা নয়— পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষীর লেখা নিয়ে প্রকাশিত হল, ড্যাশ— ০৮( বাংলা ও ইংলিশ)। বাংলাভাষী ছাড়াও অন্য ভাষার কবিরা লিখেছেন ইংলিশ সংস্করণে। ড্যাশ-০৮ এ প্রকাশিত লেখা ক্লিক করে পড়ার আমন্ত্রণ রইল। লেখক পাঠক সবাইকে অনেক শুভেচ্ছা।
এ কে এম আব্দুল্লাহ
সম্পাদক, ড্যাশ—
জানুয়ারি ২০২২