এ কে এম আব্দুল্লাহর কবিতা

একটি ফোসকা ওঠা দুপুর
একটি হলুদ লাইনের ওপর
দাঁড়িয়ে আছে পৃথিবী।
সময়ের তীক্ষ্ন সুতো ভেঙে দিচ্ছে
পিলারগুলো। পৃথিবী কাঁপছে।
আমরা পুলসিরাত হাতে
দাঁড়িয়ে আছি—
জিগজ্যাগ লাইনস এর ওপর
আমাদের সম্মুখে গড়াচ্ছে ট্রাফিক
সিগন্যাল। আর আমরা গিলছি—
বাতাস ভরতি বোতল।
রমণী কুসুম
লেবুর নদি থেকে ঝরুক রমণীরক্ত। মৃত ঠোঁটে ফুটে উঠুক কিশোরীফুল। চাকুর জোয়ারে যদি ভেসে যায়— রুগ্ন ধার। তবে এসো কনডম ফ্যাকটরির টুলে বসে রচনা করি সুস্থ ভ্রণ।
টেস্টটিউব ঘিরে আবার নামুক পর্দা। ব্যানানা ফ্লেভারে ভুলে যাবো ঠোঁটের স্বাদ। আহা! আমাদের ছায়া যাক বেড়াতে,নীল-নদের দেশে। আমরা ছায়া খাবো মুসাফির বেশে।
আর নাশতার পেয়ালা থেকে পান করে এক পৃথিবী রক্ত মেশানো ম্যাকডোভেলের নং 1— ঘুমের ঘোরে দেখব— গ্রিনরুমে উৎপন্ন হচ্ছে রমণী কুসুম।