আসাদ মান্নানের কবিতা

আসাদ মান্নানের কবিতা

কবিতার অমরতা

বাইরে তখন বেশ বৃষ্টি ঝরছে, একটানা বৃষ্টি ;
মৃত প্রিয় কবিদের সঙ্গে আমি একান্ত নিজের
কর্দমাক্ত জীবনের কিছু কথা বলতে চাই, বলি–
আমি যে মাটির যিশু তোমাদের সে কথা বলিনা,
বলিনা কবির জন্য পাতা আছে সোনার বিছানা ;
মাটিতে আমার জন্ম, মাটিতেই আমার ঈশ্বর
চাষার গোয়ালে শুয়ে দুধ খায় গাভীর ওলানে;
কী হবে ঈশ্বর পেয়ে যদি বাঁচি না পেয়ে মানুষ!

যদি না মানুষ বাঁচে তাহলে যে বাঁচে না ঈশ্বরঃ
মানুষের মৃত্যু হলে থেমে যাবে জগতের চাকা;
গোলাপ হারাবে তার গোলাপতা– নদী তার জল;
পাখির জীবন থেকে সরে যাবে উড়ার বাসনা।
মৃত সব কবি এসে জীবনের জয়ধ্বনি দেয়
কবিতা মানুষ নিয়ে বেঁচে থাকে অমর জীবনে ।