রেজাউদ্দিন স্টালিনের কবিতা

শূন্যতা
যে কখনো জীবিত ছিলো না
তার কাছে প্রার্থনা করি নি: শ্বাস
আয়ুর কোনো সীমা নেই
মানুষ বাঁচে হাজার বছর
সময় এক শূন্যতা
আমরা ঘুরি তার চারপাশে
চাঁদ সূর্য হয়ে
আর বাতাসের জন্য দুলতে থাকি
কিন্তু পাখাতো স্হির
ডিমের ভেতর পাখির গান শুনতে
অপেক্ষা করতে হয় অনেকদিন
মাছের পেট থেকে মুক্তির জন্য
অসংখ্য ইউনুস দৌড়ুচ্ছে সারাজীবন