বন্যা ব্যানার্জীর কবিতা

বন্যা ব্যানার্জীর কবিতা

নাম

বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কবে! যখন তোমার ধোয়া বারান্দায় ছায়ারা পাল্টে যাচ্ছিল একের পর এক, আর বছর জুড়ে ইচ্ছেরা ছাইচাপা দিচ্ছিলো আগুনের উৎসব কে।
আমার কোন এনড্রয়েড ফোন নেই বলে, কোন এন্জিও নেই বলে আটপৌরে নাম টা ওরা তুলে নিয়ে গেলো পেছনের বাগানে।
সেই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শ্রম আর সম্পর্ক।
এতো বিপ্লব পেরিয়ে এলাম,এতো কোলাহল,এতো শব্দের বুনিয়াদ তবু বেনামী হয়ে র ইলো সবটুকুই।
ঘাম মুছে নেওয়া আঁচলের খুঁট খুলে মা দিয়েছিল যে নাম, আবার খুঁটে বেঁধে দিলাম। এবার আমি নিশ্চিন্ত।

আয়োজন

ধাক্কা লাগলো হঠাৎ তুমি জাগিয়ে দিলে যেই
উৎসবের ই রঙ মাখতে ডাকলে আমাকেই।স্বপ্নের লাশ ডিঙিয়ে ডিঙিয়ে মরাইয়ের ধান গোনা।মৃত্যূ লিখি দুই আঙুলে পিছুটান আনমোনা।চাল মেপেছি আঁচ নিভিয়ে ক্ষিদের ঘরে আগুন‌ । ইচ্ছে পালে দিচ্ছে হাওয়া চুপটি হাসে বারণ। ওই তো নদী ওইতো সাঁকো জানায় কে আরজু! দংশেছে আজ পূর্ণিমা রাত ছুঁ মন্তর ছুঁ। জ্বর মাখা হাত বাড়িয়ে দিলাম ভাঙবি নিয়ম বল! সমর্পনেই পণ করেছি যা কিছু সম্বল।।