আশরাফ হাসানের কবিতা

স্ট্রেস টার্মিনাল
বিষণ্ণতার আকাশ থেকে রাত নেমে এলে
তুমি জেগে ওঠো বিষাদের পাঠশালে
আমাকে শেখাও ভাঙা নিঃশ্বাসের নিনিদ্র উপধারা
তোমার হাতে তেজস্ক্রিয় দূষণের নীল বোতল
দ্বিধাহীন ঢেলে দাও অনুভূতির হেমলক-পেয়ালায় l
বয়োবৃদ্ধ শিশুর কান্না বাতাসে মিশে গেলে
বিগত মায়ের মুখ নড়েচড়ে ওঠে
যেনো দূর থেকে তুলে দেবে অমৃত খাবার
নীলান্ত কষ্টমেঘ ভেঙে ঝরাবে বর্ষার জল
আঁচলে জড়িয়ে নেবে উদ্বাস্তু সময় l
মায়েরা ডাকে সবুজ স্বদেশের মতো
শুকনো পাতার মর্মরে বেজে ওঠে বিবাগী গজল
শৈশবমাঠে খেলা করে সতীর্থ প্রেমিক
যদিও বিস্বাদ শর্বরী গিলেছে ডাহুকের গান l
প্রীতিহীন প্রলয়ে উড়ে যায় রাতের পেখম
তারাদের বাগান দখলে নিয়েছে স্ট্রেস টার্মিনাল
চাঁদের খানাখন্দক আছড়ে পড়েছে মাটির দেহে
অথচ তুমি মায়ের বয়োবৃদ্ধ শিশুকে
যুগপৎ রেখে দিলে এঙ্জাইটি সেন্টারের রেড জোনে…
তৃতীয় পৃথিবী
দরজা বন্ধ করে বসে আছে স্থবির সময়
জানলাও খোলা নেই
ধূসর দৃষ্টিতে নেমে আসে নির্বাক কেউ
যেন ভয়ে জড়োসড়ো তৃতীয় পৃথিবী
পৃথিবীর হাত-পা চোখ-মুখ বাঁধা
যেন গোয়েন্দার জালে ধরা মৎস্যফেরারি
থমকে আছে নদী
বুকে তার শুয়ে থাকা স্বপ্নভাঙা স্রোত
কিছু ফুল ঝরাপাতা মৌসুমের পর
চোখ মেলে তাকাবে বলে
বৃক্ষের কোলে মিনতি জানায় অনাগতকাল
বৃষ্টি আসবে বলে
পাখিদের পালক থেকে
দুঃস্বপ্ন ঝরে যাওয়ার প্রতীক্ষায় থাকো তুমি
অথচ আমি পাপের শেকলমুক্তির ভয়ে
সুপারসনিক গতির সবকটি রুটে
নিঃশব্দে এঁটে দিই সত্তা সমর্পণের নাতিদীর্ঘ নোটিশ