তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের কবিতা

মায়াময়ী

মধ্যরাতে
আজো তুমি নারী,
নির্ঘুম কবির শিকারী,
গুন্ঠন সরিয়ে কোনো
নতুন মুখের আবিষ্কারে
বার হয় যুবকেরা
জ্বরের বিকারে।

আবার তুমিই রাখো
কাঁসার গেলাসে
কবির শিয়রে
পিপাসার জল,
পুরনো বন্ধুর মতো
সাড়াও দিয়েছ সেই ডাকে
যে নামে সে ডেকেছে কেবল।

কত ছলাকলা জানো,
কতবার পুড়ে গেল ধূপ,
নতুন প্রেমিক আসে
তোমার নূতনতর রূপ
খুঁজে খুঁজে, মায়াময়ী, রাতে,
যখন তোমার হাত
ধরা আছে
পুরনো কবির শীর্ণ হাতে!