সুনীল শর্মাচার্যের কবিতা
তুমি চলে যাচ্ছো
গাছ থেকে খসে পড়ছে পাতা…
পথে পথে বৃষ্টি…
তুমি চলে যাচ্ছো!
কিছু শব্দের চোখে জল…
সে
যাকে নিয়ে এত কান্না, এত চোখের জল—
সে কিন্তু কাঁদে না,
কাঁদিয়ে চলে যায়…
মৃত্যু
মৃত লোকটাকে দেখে বুঝেছি—
সেও একদিন জীবন্ত ছিল—
তারও যৌবন ছিল।তারও অনেক কৃতি ছিল—
আজ মৃত্যু তাকে শাশ্বত করেছে…
প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা মানুষ
এক একটা বই
আমি তাদের পাতা ওল্টাই
এক এক পাতা পড়ি
পাতা দেখি, মুদ্রণ দেখি
আর গন্ধ শুঁকি…
বুঝি এক একটা বই এক এক রকম
স্টেশন
ট্রেন আসে।যায়। স্টেশনে মানুষের কলরব…
কেউ ফেরে। কেউ ফিরে যায়— স্মৃতি এঁকে সব!
অজ্ঞাত
পৃথিবীর সবকিছু জামাকাপড় দিয়ে ঢাকা
তার যা কিছু দেখি, উপর উপর দেখি—
ভেতরের কিছু দেখি না !