সম্পাদকীয়

আমরা এখন একটি কঠিন সময় পার করছি। সেই সাথে আমরা ধীরে ধীরে একটি বিশেষ সময়ের ভেতরও প্রবেশ করছি। আসন্ন সময়ের জন্য আমরা নিজেকে কতটুকু প্রস্তুত করছি কিংবা আমাদের নতুন প্রজন্মকে কতটুকু সময়পেযোগী করে গড়ে তুলছি। সরকার কিংবা সাধারণ নাগরিক হিসেবে এ বিষয়ে কি কিছু ভাবছি ?
বিভিন্ন সময় বিজ্ঞানিরা আসন্ন সময়ে বিভিন্ন আশংকার কথা বলেছেন— যা এখন আমাদের চোখের সম্মুখে দৃশ্যমান। আমরা কি আমাদের সমাজ কিংবা দেশকে সেভাবে গড়ার কথা ভাবছি। আমরা যে সময়ের ভেতর প্রবেশ করছি বা করতে যাচ্ছি— আসন্ন সেই সময়ের ভেতর যেকোনো প্রতিকুলতায় নিজেকে ঠিকিয়ে রাখার সংগ্রামের জন্য— আমাদের অস্থিত্ব বাঁচিয়ে রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে—সেই ভাবে কি গড়ে তুলছি ? লেখকদের লেখার ত্যাজে এ বিষয়ে সংশ্লিষ্ট মহল বা প্রতিষ্ঠান জাগ্রত হউক প্রত্যাশা করি।
আসন্ন সময়— সকলের জন্য মঙ্গলময় হোক।
সুপ্রিয় লেখক, পাঠক— আবারও শুধু এপার আর ওপার বাংলা নয়— পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষীর লেখা নিয়ে প্রকাশিত হল, ড্যাশ— ০৬( বাংলা ও ইংলিশ)। বাংলাভাষী ছাড়াও অন্য ভাষার কবিরা লিখেছেন ইংলিশ সংস্করণে। ড্যাশ-০৬-এ প্রকাশিত লেখা ক্লিক করে পড়ার আমন্ত্রণ রইল। লেখক পাঠক সবাইকে অনেক শুভেচ্ছা।
এ কে এম আব্দুল্লাহ
সম্পাদক, ড্যাশ— মে ২০২১