শাহ্ নাজ পারভীনের কবিতা

শাহ্ নাজ পারভীনের কবিতা

ঘোর ক্রান্তিকাল

এ পোড়া সময়ে আর কিছু ভালো হবার নয়,
সব ভালো সব প্রেম নিয়ে উড়ে গেছে
সোনালি ডানার চিল
উড়ে গেছে দূর আকাশে অথবা অন্য কোথাও,
অন্য কোন গ্রহলোকে!
পুড়ে গেছে আমাদের সব আশা অজানা ভয়ে
যেমন পুড়ে যায়, সোনা ধান ধূসর মাঠে
কৃষকের ভাগ্য পোড়ে খরতাপে
উপোষে -অনাহারে !
কাঁপা কাঁপা হাতে আঁজলার জলটুকুও পড়ে যায়
আঙুলের ফাঁক গলে, বেলা শেষের বিষন্ন প্রহরে
তখন বয়সি চোখে শীত নামে ঘন কুয়াশায়!
রাত যত গভীর হয় ভাঁজ করা হাঁটু বুকের
পাঁজর ভেদ করে ঢুকে যেতে চায় ক্ষুধা আর ক্রোধে,
চোখবন্ধ করে সময়ও তলিয়ে যায়, প্রগাঢ় অন্ধকারে

এ ক্রান্তিকালের জন্য দোষ দেবে কী তুমি শুধু নিয়তিকে !
অকারণ যুদ্ধ যুদ্ধ খেলায় তুমিও কী একাত্ম ছিলেনা পারমাণবিক মারণাস্ত্র আবিস্কারের উল্লাসে ?
প্রকৃতিকে তছনছ করেছো নির্বিচারে নিছক ক্ষুদ্রস্বার্থে
ভোগ বিলাসের প্রয়োজনে!
অথচ আড়ালে হেসেছিল অন্য কেউ এই মূর্খতা দেখে,
এখন সমস্ত মেধা মনন অর্থবিত্ত আর দিনরাত এক করেও
যার টিকির নাগালও ছুঁতে পারছোনা,
সে দোর্দন্ড প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে
তন্নতন্ন করে খুঁজে চলেছো যার উৎসমূল,
স্বদর্পে ডেরা বেঁধেছে সে মানব ফুসফুসে!