মালা ঘোষ মিত্রের কবিতা

মালা ঘোষ মিত্রের কবিতা

আনন্দ হচ্ছে

জ্যোৎস্না রাতে গহন গভীর ভালোবাসা
আঁকব, সমস্ত নিস্পৃহতা ভুলে।
অনেক পথ পেরিয়ে
সেই অরন্যে পৌঁছাতে হয়।
ফিরে যাওয়া আর দেখা হওয়া
এসব তো এক নয়।
জানালার কাঁচ গভীর রাতে কাঁপে
চুম্বনের মাতামাতিতে
ঝড়ের দাপটে।
ভালোবাসার ওমে
আনন্দ হচ্ছে কী যে—
ঘ্রাণ নাও;বাগানের ফুলের
রাস্তা বলে দাও—
মায়াবী মুক্ত হতে দাও—
সংগোপনে নৌকায় উঠতে হয়।

শান্তির আশ্রয়

যতদূর চোখ যায়
আমি দেখার চেষ্টা করি
তাগিদ বড্ড একপলক দেখার
মনে গেঁথে আছে,
ছুঁয়ে দেখার অবকাশ দাওনি
গভীর যন্ত্রনায় ছিঁড়ে যেতে চাই
সব আবরণ—
যা খেলা একজনের কাছে
তাই মৃত্যুর শামিল, অন্যের কাছে।
ভালোবাসতে বুঝি আর কেউ পারে না
মেয়েদের মতো করে।
কাঁদতেও পারে না অপরের কষ্টে।
ফিরে এসো নিঃস্ব হয়ে
সেদিন তুমি আমায় চেয়ে
বিনিসুতোর মালায়—
শেখাব তোমায়—
শান্তির আশ্রয় শীতলতায়।