পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

ছবি

পথে পথে ছড়ানো স্মৃতিরেণু-
কুড়িয়ে পাওয়া কিছু মুহূর্তের
সমারোহ
রঙ বেরঙের ছবির কোলাজ-
হাসি কান্নার মিশেলে এক
চিত্রনাট্য
অদ্ভূত ইশারায় কাছে টেনে নেয়
দহনজ্বালায় জর্জরিত অন্তরাত্মাকে

হাঁটা

হাঁটতে হাঁটতে পৌছে যাই
একটা গাছের তলায়
নিস্পত্র গাছ। বসন্তের শেষ।
রোদ সোজা ভেদ করে নামছে
তার গা বেয়ে
সকালের রোদ। স্নিগ্ধ সুকোমল।

রোদ জোটেনি কোনদিনই আমার
হাঁটছি যদিও দিনে। তবে একা।

কাহিনী

অসময়ের দাবদাহে হৃদয়ে জমে ঘাম
ঝরতে থাকে অশ্রু
বেড়ে চলে বিষাদ। বাড়ায় স্পন্দন।
অলস অবসরে মোহের তুলি দিয়ে
ঘৃণার ছবি আঁকি
হিংস্র মানবতার কাহিনী রচিত হয়

একঘেয়ে পথচলা থেমে যায় সাড়ম্বরে
মুমূর্ষু ভাবনারা সিদঁ কাটে অন্তরে-
হারায় জীবনের সঞ্চয়