অণুগল্প: প্রশংসা

অণুগল্প: প্রশংসা

প্রশংসা
এ কে এম আব্দুল্লাহ

আমার বাসার সম্মুখে যে মাল্টিস্টোরি বিল্ডিং ; সেই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরের একটি অ্যাপার্টমেন্টে আনুর মা,আনু ও তার স্বামী নিয়ে থাকেন। তার স্বামী হঠাৎ হার্ট-অ্যাটাকে মৃত্যু বরণ করেন।

সংবাদ পেয়ে একই বিল্ডিং এর ফার্স্ট এবং থার্ড ফ্লোরের নাহের আর রেশমার মায়ের মধ্যে,কে আগে আনুর মাকে খাবার দেবেন মৌন প্রতিযোগিতা শুরু হয়ে গেলো। আর সারাটাদিন জানালার ফাঁক দিয়ে পাঁচফোঁড়ন মশলার ঘ্রাণ আকাশের দিকে উড়তে লাগল।

এভাবে গোধূলির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বিল্ডিং-এর ভেতর,আনুর মা আনুকে জড়িয়ে সময়ের একটি স্তব্দ পাথরের উপর বসে রইলেন। আর বিষণ্ণ সময়ের এই দৃশ্যের ফাঁকে,আগরবাতি আর মসলার ঘ্রাণমেখে— নিসঙ্গ আনুর মা’র ফোলে ওঠা চোখ থেকে নামতে থাকলো কেবল লালরং জল…