মৌসুমী ভৌমিকের কবিতা
এসো চুক্তিবদ্ধ হই
আজ এ কেমন নতুন বছর একা একা উদযাপন
আজ এ কেমন আতঙ্কিত অসহায় বন্দী জীবন
আজ এ কেমন মরণ ছিনিয়ে নেয় নিযুত জীবন
আজ এ কেমন মারণ জীবাণু যুক্ত হয়েছে জীবনে!
আজ নেই মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীর সমাবেশ
আজ নেই ঘটের উপর মঙ্গলচিহ্ন আঁকার প্রক্রিয়া
আজ নেই বছরের ১লা দিনের দোকানপত্রের হিসেব
আজ নেই নতুন পোশাকে নতুন নতুন সাজসজ্জা!
আজ কেবল ড্রোন উড়িয়ে নজরদারি চলছে আকাশে
আজ কেবল মুখ ঢেকে মাথা নিচু করে সব এগোচ্ছে
আজ কেবল উল্লাসের চেয়ে উৎকন্ঠাই ভাসছে বাতাসে
আজ কেবল বেঁচে থাকা নিজেরই নিজস্ব চৌহদ্দিতে!
আজ প্রকৃতিই সাম্য এনে চলেছে চুপিসারে
শিক্ষা অথবা প্রতিশোধের আলোকে
ভাবো, ত্রস্ত-বিধ্বস্ত মানুষ ভাবো
এবার,এ পৃথিবীর ঋণভার
এ পৃথিবীর হাহাকার
সবটুকু হবে মেটাতে।
ব্যক্তিগত নির্জনে
বসেছিলাম।
তোমার কথায় উঠে দাঁড়ালাম।
কি এমন আছে কথা
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়?
জামার ভেতর চোরকাঁটার মত এক বজ্জাত প্রশ্ন
ইদানীং গোলমাল পাকায়
বিছানার চাদরে ও বন্ধকী মগজে
সে অবস্হা মেনে নিয়ে সেটাতেই অভ্যস্ত হই।
যে পাখিটি উড়ে গেছে দূর আকাশে
নীলিমায় মিশে যেতে যেতে তার যে গান
আমার কানে বেজে ছিল
আজ সেটিও বিবর্ণ হয়ে যায়
বিস্তীর্ণ দুপুরে।