মো. হাকিমের কবিতা
দিগন্ত ছুয়েছিল আমার সেই স্বপ্নগুলো
তুমি আসবে বলে
সেদিন আমি
আমার বুকের ভিতরে লালিত
স্বপ্নগুলোকে হাওয়ায় মেলে দিয়ে
বসেছিলাম বটের ছায়ায়
বাতাসে ভেসে ভেসে
দিগন্ত ছুয়েছিল আমার সেই
স্বপ্নগুলো।
সেদিন আমার
মনের আঙিনা জুড়ে ছিল
জুঁই চামেলির বেহিসেবী আনাগোনা
গোলাপের সৌরভেও ছিল
অসম্ভব মাদকতার ছোঁয়া
জোড়া শালিকও বসেছিল
একটা ভাঙ্গা ডালের ঠিক শেষ মাথায়।
দুরুদুরু বুকে আবেগের জটিল
সমীকরণের
দুর্বোধ্য মানচিত্রের
আঁকা বাঁকা রেখায় দাঁড়িয়ে
আমি যখন অপেক্ষা করছিলাম
তোমার নিশ্চিত আগমনের
ঠিক তখনই
দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায়
আমার সাজানো সব স্বপ্নগুলো
ঝরে পড়ে সুরভিত গোলাপের পাপড়িগুলো
যার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়
আমার সমস্ত হৃদয়
তোমার কাছ থেকে পাওয়া নীল খামে ভরা
একটা চিঠি-
যা আমায় ভাসিয়ে নিয়ে যায়
যন্ত্রণার নীল মহাসমুদ্রে
চিঠির প্রতিটি ভাঁজে ছিল
ছলনার চাতুর্যে ভরা
বিমূর্ত অক্ষরে লেখা কিছু শব্দ
যা আজও আমায় অন্তরকে কাঁদায়
ঠিক আগের মতই
এর শেষ কোথায় কিংবা
আদৌও কোন শেষ আছে কিনা
তা আমার জানা নেই আপাততঃ।
শুধুই এক পথিক যাযাবর
একটুকরো ছায়ার আশায়
হাটতে থাকে পথিক
মাঠের পর মাঠ হেটে যায়
কোন ছায়ার দেখাই সে আর পায় না
তারপরও হেটে যেতে হয় তাকে
সে যে এক পথিক যাযাবর।
বিকেলে নরম ঘাসের উপর বসে
সে সূর্যাস্ত দেখে
রাতের নির্জনতায় অমাবস্যার
অন্ধকারে বসে সে
রাত জেগে
তারাদের সাথে কথা বলে
তারারা ঘুম ঘুম চোখে তার আশার কথা শুনে
তার ভালবাসার কথা শুনে
তার স্বপ্নের কথাগুলো শুনে যায় একদম ভোর অবধি
ভোরের স্নিগ্ধ আলোয়
যখন তারাদের চোখে ঘুম নেমে আসে
সকালের নরম রোদ গায়ে মেখে
তারারা ঘুমিয়ে পড়ে
আকাশের নরম বিছানায়।
নতুন স্বপ্ন নিয়ে জেগে উঠে পথিক
ভুলে যায়
পথ চলার যত ক্লান্তি
ভুলে যায় ফেলে আসা দিনগুলোর
চাওয়া-পাওয়ার ধূসর যত অপ্রাপ্তিগুলোও।
নতুন কোন পথ ধরে আবারও
হাটতে থাকে পথিক
হয়তো এ পথ ধরে তাকে হাঁটতে হবে
মাসের পর মাস
কিংবা বছরের পর বছর ধরে
একটি নতুন ঠিকানার খোঁজে,
পথিক তার পথ ধরে বিরামহীনভাবে হাঁটতে থাকে
এক টুকরো ছায়ার দেখাও
সে কোথাও পায় না
দেহ মনে সে বড়ই ক্লান্ত
হঠাৎ মেঘেরা ছায়া হয়ে এসে
তাকে পথ দেখায়
যে পথ হয়তো তাকে নিয়ে যাবে
নতুন কোন ঠিকানায়
যেখানে ছায়ারাই হবে তার সঙ্গী
এবং নির্জন কোন দুপুরে সে
পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে যাবে কোন এক
নির্মল ছায়াতলে
এবং ঘুম ভেঙে গেলে
আবারো সে
হাটতে থাকবে নতুন কোন পথ ধরে
সে যে শুধুই এক
পথিক যাযাবর।
উল্টো পথ ধরেই হেঁটে যাই
উল্টো পথে হেটে কী আর গন্তব্যে পৌঁছা যায়
তবুও মাঝে মাঝে আমরা
উল্টো পথ ধরেই হেঁটে যাই
নির্জনে বসে মাঝে মাঝে আমরা
পূর্নিমার চাঁদও ধরতে চাই
আবার অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার স্বপ্নও
দেখে যাই
ছেঁড়া কাঁথায় শুইয়ে এখন আর কেউ
লাখ টাকার স্বপ্ন দেখে না
কোটি টাকার স্বপ্নেই বিভোর হয়ে থাকে সবাই।
ক্ষমতার দাম্ভিকতা আর অহমিকা
ঘুণে ধরা সমাজের অলঙ্কারে পরিণত হয়েছে
সেই কবেই
অগুণিত বিপথগামী মানুষ এখন
লোভের অনলে খোঁজে বেড়ায় সুখের আস্তানা
হিংসা বিদ্বেষও সহজেই ঠাই করে নিয়েছে
মানুষের অন্তর জুড়ে
পরোপকারের অধ্যায়টি যেন
নির্বাসিত আজ
নির্জন কোন দ্বীপে
মিথ্যে অহমিকায় বেপরোয়া বিপথগামীদের
বিত্ত বৈভবের দাপটে
সত্যবাদীরা এখন অনেকটাই কোণঠাসা
এবং রয়ে যায়
বৃত্তের পরিসীমার বাইরেই।
মানুষের জন্য মানুষের ভালবাসা
সে যেন এখন
ভুলে ভরা
কোন উপন্যাসের ছেড়া পাতা
দীঘির জলেও এখন আর প্রেয়সীর
কোন ছায়া পড়ে না
মোহের আড়ালে ভালবাসার স্বপ্নগুলো
ডানা ঝাপটায় কারণে অকারণেই
জীবনটা যেন
আটকে আছে শুধু
চাওয়া পাওয়ার জটিল সমীকরণেই।
এভাবেই আমরা গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যাই
জীবনের
উল্টো পথ ধরেই
কতটা পথ হেটেছি আর কতটা পথ
যেতে হবে
তার কোন হিসাবই আমাদের জানা নাই
তবুও আমরা
উল্টো পথে ধরেই হেঁটে যাই।