শামীম আহমদের কবিতা
যদিও ইলিউশনে দ্বিধাগ্রস্ত চোখ
একবার জ্বলে ওঠো আলো ,জন্মান্ধ চোখে ,
মোহনও মন্ত্রে ,
মেমব্রেন ছিন্ন করে
রেটিনার গভীরতম প্রকোষ্ঠে, যেখানে স্বপ্ন জেগে থাকে ,
একবার পাঁজরে পাঁজরে ঘর্ষণ লেগে জ্বলে ওঠো আগুন
যেখানে নিঃশ্বাস লুকোচুরি করে মৃত্যুর সাথে বাঁচার তাগিদে ।
এসো হাতের আঙুলগুলো মেলে ধরি আকাশের বিশালতায়
যেখানে চন্দ্র-লোকে বৃক্ষের ছায়ায় বসে নক্ষত্রের শহর !
এখনও আসেনি সময় জীবনকে প্রত্যাখ্যান করার
যদিও মহামারীর ইলিউশনে চোখ দ্বিধাগ্রস্ত ।
ব্যাকুল মন
চেয়ে দেখো রোদভরা অন্তহীন মাঠে হাওয়ার উল্লাস
বিনিদ্র সাগর দর্জির মতো
ঢেউ সেলাই করে করে এগিয়ে যায়
তীর ছোঁয়ার তীব্র আশায় ,
আর বিশাল সাগরবক্ষে উত্তাল ঢেউয়ের ছন্দে
শুশুকের নির্মল জলকেলি জীবনের উচ্ছ্বাসে ।