সোমনাথের হাইকু

সোমনাথের হাইকু

সোমনাথের হাইকু

৭২
নৌকা ভেসে যায়
নদীতে রৌদ্রছটা
বুকে ঢেউ ভাঙে

৭৩
জ্যোৎস্না হাত ধরে
নির্জনে ডেকে দেখায়
কস্তূরী মৃগ

৭৪
গৃহহারা মুখ
উৎসবে উৎসাহ নেই
ফুটেছে কাশফুল

৭৫
হকারের সংসার
ষ্টেশনে শুয়ে আছে
ট্রেনের অপেক্ষায়

৭৬
বাতাসের আঁচল
আলতো ছুঁয়ে উড়ে যায়
খুব ব্যস্ততা তার

৭৭
জলের ওপর রোদ
গ্রহণে ও দানে মেঘ
বৃষ্টিতে পূরণ

৭৮
জল সরলেই মাটি
প্রতিমার প্রদর্শনী
জলেই বিসর্জন

৭৯
অন্ধকার আসে
তাকে আলিঙ্গন করি
অতুলনীয়া

৮০
পর্বতের চূড়া
সাগর লুকিয়ে রাখে
ঢেউয়ের আঁচলে

৮১
জাহাজের ঘায়ে
গর্ভে বিদ্ধ ক্রৌঞ্চশির
ক্ষুব্ধ সমুদ্র