সুধাংশুরঞ্জন সাহার কবিতা

সুধাংশুরঞ্জন সাহার কবিতা

সত্য

এক

নিজস্ব বন্দিত্ব থেকে মুক্তি পেতে
আমি তো সত্যের কাছে জানু পেতে আছি ।

দুই

যুক্তিকে তার আকার আয়োতন দিয়ে
বারবার আঘাত করতে করতেই
যুক্তিও অলক্ষ্যে শিখে নেয়
প্রত্যাঘাতের সাত সতেরো।

তিন

সত্যের কোনো যুক্তি থাকে না ।
থাকে না কোন খোলস ।

চার

আমার কোনো পথই জানা নেই ।
আমি নেহাত এক পথসন্ধানী মাত্র ।

পাঁচ

আত্মখননের পথ ছাড়া
আমাকে কোথাও মানায় না ।
না চোখের জলে, না পোড়া কপালে ।