যতীশগোবিন্দ জানা’র কবিতা

বৃক্ষ লতা
বৃক্ষ শরীর বেয়ে উঠে আসছে কমনীয় লতা
বয়সের ব্যবধানে এ এক প্রেমের কথকতা।
ধীরে ধীরে বেড়ে উঠছে মিশে যাচ্ছে গাছের শরীরে
কমনীয় লতা তার তল পাচ্ছে মনের গভীরে।
এভাবে রচিত হচ্ছে প্রেমের আশ্চর্য ‘এপিসোড’
অভিধানে লেখা নেই সেসব জটিলতম ‘কোড’
শুধু তো বয়সে নয়, সম্পর্কেও জটিলতা আছে
বৃক্ষ শরীর তবু লতাকেই পেতে চায় কাছে।
আশেপাশে গাছপালা হাসছে ঠোঁটের সূক্ষ্ম কোণে
স্বাভাবিক হিংসায় জ্বলে যাচ্ছে শরীরে ও মনে।
যদিও হাজার বিধি বাধা দিচ্ছে প্রচলিত প্রথা
বৃক্ষ শরীরে তবু উঠে আসছে কমনীয় লতা।
যাপনচিত্র
মুখ ফুটে চাইনি কখনো
কোনদিন স্পষ্ট বাক্যে বলিনি কিছুই;
শুধু অপলক
দৃষ্টিপাতে যেটুকু বুঝেছো এযাবৎ
সে শুধু তোমার বাগদান।
ভালবাসা প্রমাণের অপেক্ষা রাখেনা
থাকেনা কোথাও কোন দিকচিহ্ণ স্মৃতি
তবুও যা থাকে তার ফেলে যাওয়া
সময়ের কাছে, সেও এক আশ্চর্য যাপন।