প্রাণজি বসাকের কবিতা

আজ রাতে সে-শব্দে
এখন এই রাতে একটা শব্দ ভাঙে বারবার
বড়ো নিবিড় একটা শব্দ বারবার ভাঙে
পৃথিবীটা ভাঙছে কতটা ওপাশের দেয়ালে
ভাঙার চৌকস শ্রীহীন শব্দে ভাঙে ঘুম তোমার
আজ রাতে
আজ রাতে—
তোমারও কি ভেঙেছে স্বপ্ন অবিকল সে-শব্দে
বুঝিবা জেগে উঠে বসে আছো বিছানায়
অথবা হোয়াটসঅ্যাপে রেখেছ গভীর চোখ
আর চোখেও পড়েনি তোমার শব্দ ভাঙার শব্দ
আজ রাতে
আজ রাতে—
তবু কাছে এসো – আর একটিবার একটি শব্দ ভেঙে
আমিও সেরে নেব জোড়া ভাঙা শব্দের বিভাব
একথা কদাচিৎ তুলে নেব না, নিশ্চিত জেনো।
ওত পাতা সন্ধ্যায় ঘুরিফিরি
ওত পাতা সন্ধ্যায় ঘুরিফিরি – দেখি রাস্তার নিয়ন
বাতিঘর ঘিরে শ্যামাপোকাদের ব্যস্ত ওড়াউড়ি
বেশ বোঝা যায় বেশি দূরে নয় শীতের মরসুম
এখানে বাতাসে সে গন্ধ আসে বুঝেছ কি তুমি
ঋতু বদলের পালা তোমার সংসারের মহলে আর
কারা যেন রেখে যায় নানান হিসেবের নমুনা খাতা
তোমার মুখে আলো পড়ে- দেখি বাতাসের ছায়া বেদনার ছায়ারা দাওয়ার শিয়রে দেখেছ কি তুমি
ভূগোল বোঝো না
কঠিন কথারা ভাসে অনভ্যাসে নয়তো অবহেলায়
প্রতিশ্রুতি হয়তো ছিলো হারিয়ে যাবার প্রার্থনায়
শিশিরের কথারা জানে হেমন্তের সুপ্ত অভিলাষ
নক্ষত্রের অস্ফুট কথায় কেউ দিয়েছে আশ্বাস
দুপুরের রোদে ভেজা কিশলয় চিকচিক করে বেশ
তোমার হাতে আঁকা প্রকৃত ক্যানভাস নিখুঁত বিশেষ
ভূগোল বোঝো না তুমি একথা বেশ জানি তবু বলি
দিনের শেষে অক্লান্ত মনোযোগ কেড়ে আমিও খেলি