পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

নৌকা

পালতোলা নৌকার একটি পাটাতন ভাঙা
মাঝির বাঁশিতে আর উঠছে না
সুর
ভেসে যেতে দেখি জীবনকে দূরে
বহুদূর
জাগতিক মোহ ত্যাগ করে এগিয়ে যায়
কালের কর্কশগতি
এখন শুধু ছুঁয়ে দেখার অপেক্ষা,
আর এক দু’টো মাছরাঙার শিকার হতে তৈরি
উদ্বায়ী জীবন।

মোহ

গাছের পাতা থেকে কিভাবে নির্মোহ হয়ে
ঝরে যেতে থাকে জীবন!
সানাইয়ের সুরের মতো আবদ্ধ করে রাখে
আবেশের ঘেরাটোপে
খসে পড়া তারার মতো গুনতিতে-
কমে যেতে থাকে আঙুলে লেগে থাকা
জীবনের কল্পরেণু
উদাস চোখ যেন তাও খুঁজে যায় কোন
বৈরাগী শরীরের আড়ম্বর

জোৎস্নার আলোয় গেয়ে ওঠে অন্তরাত্মারা

গান

জীবন তো আসলে একটা আস্ত গান
শুধু গেয়ে যেতে হয় গলা ছেড়ে
সুরের মূর্ছনায় উদ্বেলিত হয়েও-
সম্বিত হারাতে নেই
আবার সুরের অভাবেও-
থেমে যাবার কোন সুযোগ নেই
শুধু গেয়ে যেতে হয় প্রাণপণ

জীবন সত্যিই একটা গান আর
ভরপুর মায়া!
আর মায়ায় আবিষ্ট জীবন ছুটে চলে
অদেখার উদ্দেশ্যে