নীহার রঞ্জন দাসের কবিতা
কবিতা হয়ে আছে
এই শীতরাতে তোমার চোখ যেন কোনো এক বিস্ময় ।
চিবুকের ঠিক ডান পাশে তিলটা হয়তো আমিই দিয়েছিলাম কোনো এক কবিতার রাতে ,
তুমি মুখ তুলে তাকাও , আমি বিষন্নতা ভুলে যাই অবিরল তোমার বুকের ঢেউ ঘেঁষে আরো একবার নদী হতে চাই ।
অরণ্যের সাথে যেমন নদীর সম্পর্ক
আকাশের সাথে সন্ধ্যাতারার —
ঠিক তেমনি করেই তোমার সাথে আমার ।
এই কুয়াশার রাতটুকু সাক্ষী থাক
গভীরতা ভেঙে কি করে শব্দ ফসল হয় !
আমার অবর্তমানে একবার আকাশে চোখ রেখো
দেখবে জ্বলজ্বল নক্ষত্রেরা এক একটা কবিতা হয়ে আছে ।