ভাষা
আমাকে তুই রেখে আসিস, মা,
যেখান থেকে কুড়িয়ে এনেছিলি,
রেখে আসিস আমাকে সেইখানে।
রেখে আসিস আমাকে নদীপাড়ে
খোলস ভেঙে প্রথম আলো দেখা
জন্ম নেয় বিস্ময়ের ভাষা,
রুপোলি পিঠে পড়ে
চলকে যায় যেখানে সাদা রেখা।
রেখে আসিস পর্ণমোচী বনে
সহোদরের বাসায়,
শিখিয়ে দিস, মা,
গোপন তার ভাষা।