ছন্দা দাশের কবিতা

ছন্দা দাশের কবিতা

কালপুরুষ

বৃষ্টিতে অনেকদিন ভিজি না
তেমন বৃষ্টি আর হয় না। যেমন
হতো পাহাড়তলীর পথ দিয়ে
যেতে যেতে, বুনো ফুল,কেয়া
আর ফণী মনসার গন্ধ নিয়ে
আনমনে গাওয়া গানের সাথে
ঝুপ করে নামে বৃ্ষ্টির ঝাঁপতালে।

একদিন এমন বৃষ্টিতে ভিজতে
ভিজতে শাড়ির পাড়ের রং
ধুইয়ে সৃষ্টি করেছিল কালপুরুষ।

হাতে তার নতুন গানের স্বরলিপি।
চোখের বিদ্যুৎ দিয়ে শুরু করেছিল
মায়ার খেলা।
আমি ভিজতে ভিজতেই ঝাঁপতালে
বেঁধে নিলাম সুর।
পাহাড়ের ঢাল বেশে সে স্রোত
ভাসিয়ে নিয়ে গেল সমস্ত বাঁধের
মন্ত্র।

সময় শেষে কালপুরুষ মিলিয়ে
যেতেই বৃষ্টির কান্না।
সে কান্না শুধু বৃষ্টির কান্না। সৃষ্টি
একবারই হয়।