অয়ন ঘোষের কবিতা

অয়ন ঘোষের কবিতা

অপচয়

দূরের হাওয়ার কাছে গচ্ছিত ছিল শ্বাস
ভালোথাকাও নির্দিষ্ট দূরত্বে
বসে আছে নীচুমুখ, মন বাড়িয়ে।

প্রাজ্ঞ, স্থবির সময়, অথৈ আয়োজন
গুনে গেঁথে দেখি কিছুটা বেশিই রয়েছে
হাতে।
অপচয় শিখিনি
সংসার ছিল অভাবের
তা বলে সোহাগ বারন্ত ছিল না কখনো!

আঁচলের ছায়ায় দু’দণ্ড জিরিয়ে নিত
খরতাপ, পরন্ত বিকেলে আকাশটা ঝুঁকে আসত টালির ঘরের ওপর
এলোডিং বেলোড়িং দেশ।

জোনাকিরা বাতি জ্বেলে আলো ধরে
ফিরে আসার ঝুপসি পথের দু’পাশে
বাড়তি সময়টা বেশ কাটে
শুকশারি কথায়।

অবসর

আলো ভাঙছে সিঁড়ি
নদী নদী খেলা
অভিমান নিয়ে
পাল তুলে ভেসে পড়া
ডাকছে তুলোর দেশের চাঁদ
একা প্রদীপ পুড়ছে
আলোর ছায়ায়
রুদ্রকিংশুকে সাজিয়েছি ঘর
এসো দূরের অতিথি
আমার এখন অখন্ড অবসর।