অরণ্য আপনের কবিতা
ঠান্ডা রোদ
সারাজীবন নিজের ছায়ায় হেঁটে চলা মানুষ আমি
রাস্তায় যৎসামান্য যে রোদ কুড়ে পেয়েছি
তা সূর্য থেকে খসে পড়া ময়লা
এই রোদের ছায়া আমার
গাছের ছায়া আমি পাইনি
সংসারেও থাকতে পারিনি, বনেও যেতে পারিনি
জুতোর মধ্যে শুধু আমার পা থাকে না, আমার মাথাও থাকে
পায়েমাথায় জুতা পরা মানুষ আমি
আমি কিছু দেখতে চাইনে, শুনতে চাইনে
শুধু চলতে চাই
চলতে চলতে একদিন নিজের ছায়ায় পড়ে মরে যাব
আমি মরে গেলে আমার প্রেমিকা দেখতে আসবে
তাকে আমার গায়ে থাকা ঠান্ডা রোদ দিয়ে দিও
বেঁচে থাকতে তো তাকে কিছু দিতে পারিনি।