সামসুন্নাহার ফারুকের কবিতা

সুখ পাখিটা কদ্দুর
আমার শরীর কাঁপছে কেমন
দিচ্ছে কাঁটা মনপুরে
স্পর্শে তোমার ডাকছে পাখি
হৃদ বাগানে মৌ সুরে
উথাল পাথাল চোখের শটে
যাচ্ছি ডুবে মন্থরে
কূল খুঁজে পাচ্ছি না তো
অতল জলের গহ্বরে
তোমার হাতের অমল ছোঁয়ায়
খুজছি নরম রোদ্দুর
হিমেল হাওয়ায় ওম পোহাব
সুখ পাখিটা কদ্দুর ।
নীল খাম
নীল খামটা কখন থেকে পড়ে ছিল
লেটার বক্সে জানতে পারিনি
তোমার পাঠানো রক্ত গোলাপগুলো
হাতে দিয়ে রাতজাগা পাখীরা বলে গেল
আমাদের প্রেম নাকি জন্মান্তরের
তেজষ্ক্রীয়তার বেপরোয়া উত্তাপে
নক্ষত্রের বসত বাড়িতে সদরে অন্দরে
বাঁধভাঙ্গা জোছনার প্লাবনে
আশাতীত সুগন্ধি ছড়ায়
ধমণীর কোষে কোষে ঠোঁটের ডগায়
নিঃশ্বাসে বিশ্বাসে একান্ত অধিবাসে
ধোঁয়া উঠা কাপে জীবনের পেয়ালায়
কেবলই উতরায়
কেবলই উতরায়
অমৃত উৎসবের দোলের খেলায়
আমাদের প্রেম নাকি মিশে আছে
রঙীন খোয়াবের বর্ণিল সুষমায়
গল্পে উপমায় কাব্যে কবিতায়
হৃদয়ের গভীরে আকন্ঠ তৃষ্ণায়
এই আমিটার ডুবে যেতে ইচ্ছে হয়
অপার্থিব প্রেমের নিমগ্ন উষ্ণতায় ।