শরিফুজ্জামান পলের

শরিফুজ্জামান পলের

গন্ডগোলের একাত্তর

পরীবানু, ও গেন্দার মা …
হোন, গন্ডগোল লাগছে,মিলিটারি আইছে ।
তাড়াতাড়ি খাইয়া নেও,গুছিয়ে নাও
বেলা ডোবার আগেই বর্ডার পারি দিমু ।
নেতা কইছে , বজ্র কণ্ঠে ,
যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।

হায় হায় কন কি? গেন্দার বাপ।
কি কি নিমু তাড়াতাড়ি কন?
খালি আত্মাগুলি নাও আর
আত্মার মাল মশলা নাও।
আপনি খালি পেচাইনা কথা কন ?
খুইলা কন কি কি নিমু ?
আচ্ছা হোন ….
মুড়ির টিন ,চিটাগুড়, পাংখা,
খেতা ,বালিশ ,পাটি আর বিচুন ।
দুইটা পাতিল, বাঁশ এর চুইঙ্গা আর চুলা।
আত্মা তো বাঁচাতে অইবো।
যদি পারতাম বাড়ি ভিটা র নাগাল
খিদা ডারে ফালাইয়া যাইতাম ।
গেন্দার মাটির ঘোড়ার গাড়ি ,বিমান আর গুড্ডিও।
লালু কালুরে কয়ডা ভাত ভুসি দিও।
রাস্তায় তো ঘাস পাওয়া ই মুশকিল।
হারামির বাচ্চারা বাংলার আকাশ,
বাংলার ঘাস, গাছপালা সব পুইড়া দিছে।

ভাইবো না পলাইতাচি ,
তোমগোরে বর্ডারে থুইয়া আইসা
দেশে আমু জানোয়ারদের মারমু
কাচি বাগি দিয়া ফেশায়া ফেশায়া ।
দেশটাকে মুক্ত করমু।
মইরা গেলে আফসোস করিস না সোনা।
দেশটা মুক্তি পাবে ,আমাগোর পোলাপাইনরা পাবো
হারা জীবনের জন্য মুক্ত মাতৃভূমি, মা ।
গেরামের বেবাগে ফিরা পাবো বাপের ভিটা, ভূমি।