মামুনের কবিতা

মামুনের কবিতা

অবান্তর প্রশ্ন

সেই নীলকন্ঠ পাখির খবর বলতে পারো ?
হাতে হাত রাখা মাত্র ,যে শিস দিয়েছিল।

সেই ঘাসেদের কথা রেখেছো কি মনে এখনো?
আগুনের ফুলকির মতো, আমার চুমুর খুশিতে ঝরে পড়া দেখে; হিংসেই যারা জ্বলেপুড়ে ছিলো।

সেই দিনের কথা,মনে করতে পারো…
অবান্তর প্রশ্নের কানাগলিতে ,সেই যে
প্রজাপতির স্বপ্নগুলো ফুল হয়ে ফুটে ছিল”

আর সেই পুলিশের কথা; ভুলে গেছো?
বুকে জড়িয়ে থাকা দেখে…
যে চিৎকার করে উঠেছিল…
এই ,তোরা চিরকাল একসাথে থাকবি তো ?

প্রেম ! আনমনা

এখন চুপচাপ বালুঘড়ি ওলোটপালট,
ভালোবাসার দিন ঘাসের ডগার মত বেরঙা;
আর মনের ভেতর কাপাস ফাটে না অহরহ,
নিরুদ্দিষ্ট ভালোবাসা ..অ্যাকোরিয়ামে সুখী মাছের
মতো খেলা করে সুচারু ;
সেই যে আমাদের ভালোবাসাবাসি কিসসা;
আমাদের হাত ধরাধরির মুহূর্তগুলো…
খুঁজে নিত রাস্তার পাশে অনামী ফুলের ছোঁয়া !
আমাদের গোধূলি বেলা কলকলিয়ে উঠত বুভুক্ষু শহরের মাঝে, কাজলদানি
যত্নশীল চোখের মায়ায়;নিবিড়।
ঘামের সিঁড়ি ভাঙতে ভাঙতে ; সুখের ইশতেহার– হয়তো লিখেছিলাম বুঝি ভেঙে যাওয়ার সর্বনাম?

আজ নলবনের হাওয়ায় হাওয়ায়
প্রেম তাড়সে ভালোবাসা ওড়ে,
নতুন প্রেমিকার মুখের উপর আলতো চুল ; মৃদু হাতে সরাই, মনে মনে ।