অজিত কুমার রায়ের কবিতা

অজিত কুমার রায়ের কবিতা

স্বপ্নের আগামি

যে পথে তোমার ভালো লাগবে সেই পথেই চলে এসো
সব পথই নির্মল দূর্বায় ছেয়ে যাবে এইবেলা
পথময় থাকবে শিশিরের রোমাঞ্চ
ফুলেল দেখবে প্রজাপতির পাখা
রঙ ছড়াবে নোতুন সূর্য; উড়ন্ত এলো মেঘ
তোমায় নিচোল সংগ দেবে

যে পথ ভালো লাগে চলে এসো সেই পথে
দেখতে পাবে সবুজ মর্মরে ভরে গিয়েছে সব মন
সমাজ কাছে টেনে নেবে হোলির উমঙ্গে
দ্বিধা রেখো না আর শুভ্র শেফালি
কানে পরাব ধুতুরা ভোর, গলায় প্রাণময় সকাল
নির্মেঘ দিনের ঋদ্ধ সাহচর্য পেয়ে যাবে তারপর
হৃদয় হবে ছলাৎছল নদী, আবেশঘন গোধূলি মন

যে পথে ইচ্ছে চলে আসতে পারো তুমি
কীট ও দূষণহীন হলুদ হাসির আল, ঝুলন্ত পাকা খেঁজুর পাশে
স্পন্দিত বাঁশের সাঁকোতে পার হবে ঘোলা জলের চটুল ঢেউ
স্নিগ্ধ সকালে নতুন করে তাকিয়ে দেখবে তৃষিত বকফুল
ভয়শূন্য মুক্তির জগতে ফিরে যেও তারপর

অসহায়ত্ব

কত অসহায় মানুষ ক্ষুদ্র ও বিশালের কাছে
মাঝে বাস দাম্ভিকতা, লোভ-লালসা, পলকা ক্ষমতার
তাই নিভৃত পরামর্শ, নীল নকশা, আস্ফালন
মহাশক্তির ছায়া এগিয়ে এলে
জীবনী শক্তিতে লিখে দিলে সমাপ্তির বার্তা
বিহ্বল হয়ে পড়তে হয়

তবু হঠাৎ জেগে উঠা জানোয়ারের শক্তিতে দু:স্বপ্নে
আফিমগ্রস্ত কারবালে সত্যের শিরচ্ছেদ করা
সভ্যতা উড়িয়ে দেওয়া বিস্ফোরণে আলেয়া সভ্যতার স্বপ্নে
অরক্ষিত উর্বর জীবন ছিঁড়ে আনা গুচ্ছে গুচ্ছে
নির্যাসশূন্য করে ওদের ছুঁড়ে দেওয়া উষ্ণ বালির সমুদ্রে
বা পাহাড়ের ভয়ঙ্কর খাদে

মৃত্যুর কাছে, ভীষণ অদৃশ্য শত্রু, অসীম
ও তত্ত্বের কাছে অসহায়; তাই সবুজ পৃথিবী, পাখি ডাকা ভোর
বন্ধু আলো হাওয়া, একান্ত আলিঙ্গণ, মুগ্ধ রাত অবহেলা
করে কি এক অপ্রতিরোধ্য টানে ডুবে যাচ্ছে কিছু
মানুষ ক্ষমতার অলীক অন্ধকারে!

বিচিত্র, দু:খ, বিমুগ্ধতা, বিস্ময়

বর্ষার প্রাণময় ধারায় গুঞ্জণ করে চলে ভাগীরথী, ব্রহ্মপুত্র,
তিস্তা রবীন্দ্র নাথ, নজরুল, ভূপেন বা শচীনের সুরে;
পাহাড়, খোলা প্রান্তর ও নিবিড় বন মাতোয়ারা হয়ে ওঠে
শূন্য চোখে প্রতীক্ষারত তখনো কৃষক কোথাও কোথাও
মেঘমেদুর ভবিষ্যৎ তাদের, বিষণ্ণ দয়িতা, শূন্য গোলা
দুরন্ত স্রোতে পাড় ভাঙে করতোয়া, মেঘনা, যমুনার
প্লাবন ভাসায় গবাদি পশু, মানুষ..
হারিকেনের উন্মত্ত আগ্রাসন থেকে থেকে; তারই ভেতরে
ক্ষমতার আস্ফালন, রক্তনিষিক্ত তলোয়ার, মারণ ভেরি

একদিকে উষ্ণ বালি, লু প্রবাহ, অন্যদিকে রৌদ্র স্নান,
নীল জলে অশান্ত আদিম সাঁতার,
বিস্তীর্ণ বেলাভূমি, উচ্ছ্বসিত আবেগে উতল, অসীম ছুঁয়ে
আসা উত্তাল ঢেউয়ের মতো; অতৃপ্ত দেয়া নেয়া; শাদা কালো
কমলা, হলুদ বিচিত্র জীবনের মিশাল; ভুলিয়ে দেওয়া ক্ষুদ্রত্ব
ও প্রভেদ; বিস্ফারিত বিস্ময়, বিমুগ্ধতা, গোলাপ রোদ,
অজস্র রঙের খেলা, বুদবুদ…