মিজানুর রহমান বেলালের কবিতা

মিজানুর রহমান বেলালের কবিতা

বরফকুঠুরির বেদনা

আকাশের মলাটে ঝুলে থাকা মুখের নাম নক্ষত্র।

মেঘছেঁড়া হাওয়ার গ্রীবায় হারিয়ে যায় বরফকুঠুরি;
চক্মকি আলোর আলিঙ্গনে হয় দিনের চিত্রকাহিনি।

দিনের দরিয়ায় সাঁতার শিখে জুয়াড়ি চোখ
সেই চোখেই রাতের কালো কাছিম করে গার্হস্থ্যস্নান

সেই থেকেই নক্ষত্রের জাগে প্রণয় বাসনা
তা দেখে থেমে যায় বরফকুঠুরির বেদনা।

দুষ্টু দেবতা

মুক্ত হয় নি মুক্তা শিকারির চোখ ভরা তারা।

পাঁজরে পুষে রাখা নৈঃশব্দের বাদামি বেদনা
হীমঘুমে উঁকি দেয়Ñপেছনে পড়া বনখাগড়া।

জ্বলে ওঠেনি পাহাড় কাঁপানো ক্যামেরার ফ্লাস,
ফটোগ্রাফার মুক্তা পূজারিÑযুবতি কাটে পাশ

যুবতির খোলা বুকের চাতালে মুক্তার বসবাস
তা দেখে দুষ্টু দেবতা ফেলে শ্বাসÑএ কী সর্বনাশ…

ঈর্ষা

তোমাকে অনেক আগেই অতিক্রম করেছি বলেই তুমি চিৎকার করছোÑসামনে আগুন আগুন…

আমি জানিÑসেই আগুনে পৃথিবী পুড়বে না

পুড়বে তোমার ঈর্ষাকাতর বুক…