হরিশঙ্কর কুন্ডু’র কবিতা

প্রকৃতি কি মানবিক হবে
শামুক স্বভাবে আজও গুটিয়ে থাকো
রাত্রির প্রহরের গভীরতা পেলে
খোলসের ঢাকনাটা উন্মোচিত করো
তারপর লালসায় আকাঙ্ক্ষা স্বরূপ
কামুকের ঘরে এসে গোপন এক অভিলাষে
খুলে দাও মুড়ে রাখা চাটাই মাদুর
তারপর উত্তাল ঢেউয়ে ঢেউ তুলে
নদী তোমার মতো সঙ্গমে যায়
সাগরে মিশে গেলে ফিরেও আসে না
পড়ে থাকি অনাহুত খাড়ি আর নালা
বড় জোর আমি এক নদ হতে পারি
তাই বুঝি এ জন্মে আর জয় এলো না
মনের গভীরে নারী অহঙ্কারী এত
একদিন সেও দেখি শুখা পড়ে থাকে
যৌবন হারালে নদী আত্রেয়ী হবে
বালি চাপা ফল্গুতে জল খুঁজে মরে