শাহীন রায়হানের কবিতা

শাহীন রায়হানের কবিতা

হে কবিতা

তোমার জন্যই জেগে ওঠে ওয়ান টু থ্রি
টেবিল ক্লোকে বাজে রাতের এ্যালার্ম
রক্ত কনিকা শ্লোগান তুলে ধমনীতে।

তোমার জন্যই খুলে যায় রাতের জানালা
কুমারির কালো রং টিপ চুড়ি কঙ্কন
লাল জামদানি নতুন মেকাপ বক্স।

তোমার জন্যই প্রিয়তম শব্দরা ঘোরে
গান বাজে পুরনো টেপরেকর্ডারে
হাওয়া ছুঁয়ে যায় গোধূলি বিকেল
লাল নীল সাদা মেঘ।

তোমার জন্যই আমি ফেরারি হই
বৃষ্টি ও রোদের গল্প লিখি পাখির ডানায়
হে কবিতা

মা মাটি আমার দেশ

আজও তোমার শাড়ির আঁচলে মুখ লুকাই
কাঁদা মাটির সোঁদা গন্ধ শুকি নরম বুকে
সবুজ পাতায় দেখি পাখিদের আনাগোনা।

তোমার সুনীল দু’চোখ যেন দেশের ক্যানভাস
আমি শীতল বাতাস ছুঁয়ে যাই তোমার শরীর-
নলখাগড়ার ম্যানগ্রোভ ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন
আলুটিলা সীতাকুণ্ড পাহাড় নদী প্রতিটি বালুকণা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল

তোমার কোমল দু’হাত যেন স্বস্তির নিঃশ্বাস
হৃদয় তৃষ্ণার বাটি, প্রতিটি বিপন্নে নির্ভরতা তুমি
দু’কানে ঘুমপাড়ানির গান।

জমাট আঁধারে নীহারিকা তুমি
প্রিয়তম তোমার কেশ।
জীবন মানে তো তোমাকে বুঝি
মা মাটি আমার দেশ।