শামীম আহমদের কবিতা

রাত্রি ভ্রমণ
কাল বিনিদ্র নিশিতে
ভাবনার আকাশে উড়েছি কেবল
যখন রেটিনায় পড়েছিল অম্বরের ছায়া
মগজের ভিতরে পুরোটা পৃথিবী হয়ে গেলে লীন
আমি যাই ভেসে জোছনার জলে ।
নারিকেলের ডালে ঘুমিয়ে ছিলো চৈত্রের নদী
অযৌন জনন ,
ছায়ার সমুদ্র জুড়ে পিপাসিত জোনাকির বন ।
শ্যামল প্রান্তরে ছিলো তৃষ্ণার ঢেউ
রাত্রি বিলাসীনি,প্রেয়সী যেমন ,
স্থিরমত নীলপদ্মে উড়ে প্রণয়ী ভ্রমর ,
তারপর ,
ঠোঁটের অলিন্দে বাজে
ভৈরবী রাগিণীর মতো পৃথিবীর শীৎকার ।